Miles Davis - In A Silent Way Songtexte

নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়

পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন?

ফিরিয়ে দাও আমার প্রেম
তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না

আমার হৃদয়জুড়ে
শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে
কেন মুছে দিলে?

পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন?

ফিরিয়ে দাও আমার প্রেম
তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না

অকারণ অভিমানে
তুমি চলে যেও না
মায়াবী এ বাঁধন ছিঁড়ে
দূরে সরে যেও না

পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন?

ফিরিয়ে দাও আমার প্রেম
তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না
Dieser text wurde 649 mal gelesen.