Forbidden Truth - Dabonol 歌词

এখানে রাত কাটে
গুলির শব্দে, বোমার আঘাতে
নতুন দিনটির শুরু
একই রকম অত্যাচারে

সভ্যতা এখানে
গোরস্থানের, উপর দাড়িয়ে
শুষ্ক মরু ভেজা
শহীদ রক্তে, নোনা জলে

সপ্নহীন, এখানে জীবন
ধ্বংসের অনল, মৃতের আয়োজন

দাবানল জ্বলছে জ্বলছে মরু বাকে
পুরছে পুন্য ভুমি জেরুজালেম
আত্মাহুতি লক্ষ কোটি প্রানের
চেয়ে দেখ ধ্বংস তোর, ইসরায়েল

আমার সন্তান খেলে
সত্যিকারের অস্র দিয়ে
UNICEF এর স্লোগান
এখানে নিস্চুপ, হয়ে থাকে তাই

AK-47, প্রেরনা দিয়ে, বাচিয়ে রাখে
সপ্নহীন দুচোখে, মুক্তি খোজে, উষ্ন বুলেটে

আজরায়েল, ইসরায়েল, কাউকে ভয় করেনা
সবকিছু হারিয়ে বুকে, বেঁধেছে বিধ্বংসী বোমা

দাবানল জ্বলছে জ্বলছে মরু বাকে
পুরছে পুন্য ভুমি জেরুজালেম
আত্মাহুতি লক্ষ কোটি প্রানের
চেয়ে দেখ ধ্বংস তোর, ইসরায়েল ।
这个歌词已经 223 次被阅读了