Anupam Roy - Alote Alote Dhaka (From "Konttho") Şarkı Sözleri

আমাকে কেউ
বলেছিল এ মহাসাগরের ঢেউ
আমাকে নিয়ে ভেসে যাবে একদিন

যেখানে সৈকত কিছু মসৃণ
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা।
মুখ বুঝে
কীভাবে বেঁচে আছি, ধারনাই নেই
কখনো ভোর রাতে
ঘুম ভেঙ্গে যায়
কন্ঠ ভরে বুঝি গাইছে সবাই
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা।
আমার বুকে সূর্যের বাসা
আমার চোখে বাঁচার তাগিদ
আমার মনে হিমালয় আশা
সময় কিনে চাইনি রশিদ
আমার ঈশ্বর চিনে নেবে আমায়
আমি দাঁড়িয়ে তার দরজায়
রোজ এক স্বপ্ন দেখা
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা।
নিয়ে চলো
এখানে কবে থেকে আছি বলো
শুনেছি সেখানে আকাশের গায়ে
না বলা কত কথা ভেসে বেড়ায়
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা।
আরো দূরে
আমার এই চেতনাকে সঙ্গী করে
যে তৃণভূমি আজ তুলছে আওয়াজ
সেখানে সোনারোদে বুনছে কোলাজ
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা।
আমার বুকে সূর্যের বাসা
আমার চোখে বাঁচার তাগিদ
আমার মনে হিমালয় আশা
সময় কিনে চাইনি রশিদ
আমার ঈশ্বর চিনে নেবে আমায়
আছি দাঁড়িয়ে তার দরজায়
রোজ এক স্বপ্ন দেখা
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা।
Bu şarkı sözü 108 kere okundu.